বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) নীলফামারীর রামনগর ইউনিয়নে নিজ গ্রাম ও দাদাবাড়িতে এক ব্যতিক্রমী এবং আবেগঘন পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বইটির যাত্রা শুরু হয়।
লেখিকা মৌমিতার দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাঁর নতুন বইয়ের উন্মোচন হবে তাঁর শৈশব ও অনুপ্রেরণার উৎস দাদা-দাদির হাত ধরে। সেই ইচ্ছা পূরণ করতেই তাঁর দাদা আব্দুল জব্বার এবং দাদি লুৎফুন্নেসা আনুষ্ঠানিকভাবে ‘অপার্থিব’ বইটির মোড়ক উন্মোচন করেন। পারিবারিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সুধীজন ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত মৌমিতা ২০০৩ সালে নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি মো. গোলাম মর্তুজা ও ফারজানা জেসমিন আহমেদের বড় মেয়ে। সপ্তম শ্রেণিতে পড়াকালীন তাঁর প্রথম বই প্রকাশিত হয়েছিল। এরপর একে একে তাঁর কলমে উঠে এসেছে ‘হরেক রকম ছড়া’, ‘বাংলা মায়ের রূপ’, ‘ভাবনাগুলো ছন্দের তালে’, ‘সোনার চুড়ি’ এবং ‘ছায়াঘর’-এর মতো পাঠকপ্রিয় গ্রন্থ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল রহমান বলেন, “মৌমিতার মতো মেধাবীরা আমাদের এলাকার গৌরব। চিকিৎসা শাস্ত্রের কঠিন পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা তাঁকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলছে।”
মৌমিতার ছোট বোন মুসাররাত তাসনিম মৌটুসী তাঁর আপুকে আজন্ম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখিকার চাচা ও প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তফা খোকন এবং সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৌমিতা বলেন, “পাঠকদের ভালোবাসাই আমাকে লিখতে উৎসাহিত করে। ভবিষ্যতে চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি আমি বাংলা সাহিত্যের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বেঁচে থাকতে চাই।”
মৌমিতার ষষ্ঠ বই ‘অপার্থিব’ আসন্ন অমর একুশে বইমেলায় ‘ইত্যাদি প্রকাশনী’-এর স্টলে পাওয়া যাবে। একজন হবু চিকিৎসকের লেখনীতে জীবন ও জগতের ভিন্নধর্মী দর্শনের ছোঁয়া পেতে পাঠকরা বইটির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...