বিজ্ঞাপন
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সামরিক গাড়ি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাসদস্যদের নিয়ে যাওয়ার সময় গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান এবং বাকিদের উদ্ধার করে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ডোডায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ জাতি সব সময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”
মনোজ সিনহা আরও জানান, আহত ১০ জন সেনাসদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পুরো দেশ তাঁদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।
উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনাকবলিত সামরিক যানটি উদ্ধারের চেষ্টা চলছে। পাহাড়ের পিচ্ছিল বা প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...