বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশমুড়ী চাঁদের হাট এলাকায় হিমাগার প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি পালিত হয়।
অংকুর সীড এন্ড হিমাগার লিমিটেড-এর পরিচালক ফারুক প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মরহুম মোহাম্মদ সেলিম ভাই সাধারণ মানুষের ভাগ্যেন্নয়নে যে স্বপ্ন দেখতেন, আমি ও আমার পরিবার যেন তাঁর সেই অসমাপ্ত কাজগুলো পূর্ণ করতে পারি।” এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ফারুক প্রামাণিক বলেন, তারা প্রতি বছরই সাধ্যমতো অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একইভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
হাড়কাঁপানো শীতে নতুন কম্বল ও শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দরিদ্র মানুষেরা। তারা জানান, এই তীব্র শীতে এমন সহায়তা তাদের অনেক উপকারে আসবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অংকুর সীড এন্ড হিমাগার লিমিটেড-এর জেনারেল ম্যানেজার এম এ সাত্তার, ম্যানেজার হায়দার আলী এবং হাতীবান্ধা কেবল নেটওয়ার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক মানিক প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...