Logo Logo

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত কেউ বেকার থাকবে না : তুহিন


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও এ্যাব (IAB) সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশে শিক্ষিত যুবকদের আর বেকার থাকতে হবে না। একই সাথে দেশের শতভাগ উন্নয়ন নিশ্চিত করা হবে।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী সদরের বিশমুড়ী চাঁদের হাট এলাকায় ‘অংকুর সীড এন্ড হিমাগার লিমিটেড’ আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জনগণ যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, তবে মঙ্গা কবলিত এই জেলাকে আমি বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও একটি আধুনিক উন্নয়নশীল জেলায় রূপান্তর করব।” তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির উন্নয়ন দর্শনের মূল লক্ষ্যই হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।

ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা তুহিনকে বিজয়ী করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে হাসানুজ্জামান হাসান বলেন, “ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জিয়া পরিবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সদস্য। তাঁকে ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করতে পারলে এই আসনের চিত্র বদলে যাবে এবং ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ভোটাদের দ্বারে দ্বারে যাওয়ার শপথ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং সকলে একজোট হয়ে ধানের শীষের প্রচারণা ও ভোট দেওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...