Logo Logo

নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত


Splash Image

‘কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা ইপিআই চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাধারণ মানুষকে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন করে। র‍্যালি শেষে সংশ্লিষ্টরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, “কুষ্ঠ একটি প্রাচীনতম রোগ হলেও এটি এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাই রোগ লুকিয়ে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

বক্তারা আরও বলেন, কুষ্ঠ রোগীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। কুসংস্কার ও অপবাদের কারণে আক্রান্তরা অনেক সময় চিকিৎসা নিতে দ্বিধাবোধ করেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং সমাজের সচেতন নাগরিকদের এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল এবং জ্যাপাইগো বিডি-র ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার ডা. মো. আব্দুস সালাম।

অন্যান্যের মধ্যে ডিবিএলএম হাসপাতালের ইনচার্জ ডা. পবন রোজারিও এবং কুষ্ঠ প্রতিবন্ধী ফেডারেশনের প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র রায়সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...