Logo Logo

ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক ও মানবিক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগমন করবেন এবং সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

উক্ত জনসমাবেশকে সফল ও সার্থক করতে সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সাতক্ষীরার আপামর জনগণের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি প্রত্যাশা করেন জেলা আমীর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর নুরুল হুদা, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান, অধ্যাপক ওমর ফারুকসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...