Logo Logo

ঝালকাঠিতে ৬ লিটার চোলাই মদসহ জিয়া মঞ্চের সাবেক সভাপতি আটক


Splash Image

ঝালকাঠিতে নিজ বসতবাড়িতে চোলাই মদ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জিয়া মঞ্চের এক সাবেক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


আটক ব্যক্তির নাম নাছির উদ্দিন মৃধা (৫৫)। তিনি জিয়া মঞ্চের ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার রান্নাঘর থেকে ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, নাছির উদ্দিন মৃধা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির রান্নাঘরে চোলাই মদ সংরক্ষণ করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। সংবাদের সত্যতা যাচাইয়ে এসআই (নিঃ) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার রান্নাঘরের উত্তর কোণে রাখা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার থেকে ৬ (ছয়) লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। আটক নাছির উদ্দিন মৃধা মকরমপুর গ্রামের মৃত মাজেদুর রহমান মৃধার ছেলে।

নাছির মৃধার সংগঠনের সম্পৃক্ততা প্রসঙ্গে ইউনিয়ন জিয়া মঞ্চের সাবেক সভাপতি তানিম মল্লিক জানান, নাছির মৃধা পূর্বে সংগঠনের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বে ছিলেন। তবে চার মাস আগে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ঢাকায় অবস্থানকালেও তিনি এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মৃধাকে তার নিজ বাড়ি থেকে ৬ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...