Logo Logo

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা, যুবক আটক


Splash Image

অভিযুক্ত সজল খান।

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে নিলুফা ইয়াসমিন (৫০) নামের এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে সজল খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের শিকার নিলুফা ইয়াসমিন ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকার বাসিন্দা। আটক সজল নিহতের ছেলে ইলিয়াসের ঘনিষ্ঠ বন্ধু বলে নিশ্চিত করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাতে ঝালকাঠি শহর থেকে সজল খানকে আটক করা হয়। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, সজলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ঘর তল্লাশি করে নিহত নিলুফার নাক ও কানে ব্যবহৃত স্বর্ণালংকার এবং তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সকাল ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। সে সময় নিহতের নাকে রক্তের দাগ পাওয়া যায় এবং কানের দুল ও নাকফুল নিখোঁজ ছিল। পুলিশের প্রাথমিক ধারণা ছিল, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তাকে শ্বাসরোধ করে বা আঘাত করে হত্যা করা হয়েছে, যা সজলের স্বীকারোক্তিতে প্রমাণিত হলো।

এদিকে ঘাতক সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মধ্যরাতে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্থানীয় জনতা।

পরবর্তীতে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবারসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আসামির ফাঁসির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, আটক সজল খানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...