বিজ্ঞাপন
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন জেলা আমীর খন্দকার ইসহাক। তিনি জানান, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। ডা. শফিকুর রহমান ছাড়াও সভায় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জামায়াত আমীরের এই সফরকে কেন্দ্র করে নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। দলীয় সূত্রমতে, এই জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, আসন্ন নির্বাচনে এই সফর নোয়াখালীতে দলের সাংগঠনিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন নির্বাচনের রূপরেখা নিয়ে এই জনসভায় ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে জোটের এই বড় ধরনের শো-ডাউনকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...