Logo Logo

ফরিদপুর -৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর ভিন্ন রকম নির্বাচনী প্রচারণা


Splash Image

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কাফনের কাপড় পরে এক ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ প্রচারণা কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা।


বিজ্ঞাপন


গত রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মুফতি রায়হান জামিলের নেতৃত্বে তাঁর বিপুল সংখ্যক সমর্থক গায়ে কাফনের কাপড় জড়িয়ে মিছিলে অংশ নেন। নির্বাচনী পরিবেশে ভয়ভীতি প্রদর্শন এবং অশালীন আচরণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও প্রতিবাদের অংশ হিসেবেই এই অভিনব পথ বেছে নেন তারা।

প্রচারণা চলাকালে মুফতি রায়হান জামিল গণমাধ্যমকে বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি প্রদান ও গালাগালি করা জনগণের ভোটাধিকার এবং ন্যায়সংগত নির্বাচনী প্রক্রিয়ার পরিপন্থী। আমরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার রক্ষায় প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করা এখন সময়ের দাবি।”

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল ফরিদপুর-৪ আসনে তাঁর বিভিন্ন মানবিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের জন্য দেশজুড়ে পরিচিত। এর আগে অসহায় মানুষের মাঝে ১০ টাকায় ইলিশ, ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকায় চাল বিতরণ করে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন। এ ছাড়া নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে এর আগে তিনি ঝাড়ু হাতে মিছিল করেও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেন।

জনসভায় উপস্থিত সমর্থকরা জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে। সব ধরনের বাধা, হামলা ও ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...