Logo Logo

এবারের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণের এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে—একটি গণভোট এবং অন্যটি সাধারণ নির্বাচন। এই গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী বা স্বাধীনতা, আর ‘না’ মানে গোলামি। ইনশা আল্লাহ, এ দেশের মানুষ এবং যুবসমাজ আধিপত্যবাদের কাছে মাথা নত না করে আজাদীর পথই বেছে নেবে।


বিজ্ঞাপন


গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাতে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিস্ট সরকার জাতিকে নিঃশেষ করে দিয়েছে। অর্থনীতি ধ্বংসপ্রায়, বিচার বিভাগ ভেঙে পড়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করা হয়েছে। পরিকল্পিত লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করে রাষ্ট্র ও জনগণকে চরম ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে।”

ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতি বছর তাদের সম্পদ ও পরিবারের হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে বাধ্য থাকবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সকল নাগরিকের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে—যে অপরাধে সাধারণ ব্যক্তি শাস্তি পাবে, একই অপরাধে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই বিচার প্রয়োগ হবে।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ পেলেই নারীদের চলাফেরা, কর্মস্থল ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিমকে আড়চোখে তাকানোর সুযোগ দেওয়া হবে না, নারীদের সম্মানের ওপর হাত দেওয়ার দুঃসাহস প্রতিরোধ করা হবে।

যুবসমাজকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বেকার ভাতা বিতরণ করতে চায় না। বরং দেশ গঠনের কাজে তাদের হাতকে ‘কারিগরের হাত’ হিসেবে গড়ে তুলতে চায়। সম্মানের কাজ সৃষ্টির মাধ্যমে যুবসমাজ যেন আত্মগর্বের সঙ্গে বলতে পারে, “আমরা এই দেশের গর্বিত নাগরিক।”

বক্তৃতার শেষে ডা. শফিকুর রহমান মাগুরার দুটি সংসদীয় আসনের ১১–দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করান। মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করান জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন কে এবং মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মো. মুশতারশেদ বিল্লাহ ওরফে এম বি বাকের কে। উপস্থিত জনতার কাছে প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও জোটভুক্ত অন্যান্য দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...