Logo Logo

ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান মুশফিকুর রহমান রেন্টুর


Splash Image

ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রমে অংশ নেন তিনি।

এ সময় গোপালগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কে এম বাবরকে সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন মুশফিকুর রহমান রেন্টু।

গণসংযোগকালে গোপালগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, জেলার তিনটি আসনে বিএনপির দলীয় প্রার্থী—গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনে কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে। জনগণের ভোটের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে বিএনপির বিকল্প নেই। তাই বিভেদ ভুলে সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় প্রার্থী কে এম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন এবং কোকো ক্রীড়া পরিষদের জেলা, থানা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রতিবেদক- এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...