Logo Logo

ফেনীতে মাটির নিচ থেকে চোরাই আইফোন ও দেশি-বিদেশি ১০টি ব্যাংক কার্ড উদ্ধার


Splash Image

ফেনীতে একটি চুরির মামলার তদন্তে নেমে মাটির নিচে লুকিয়ে রাখা দামী আইফোন এবং দেশি-বিদেশি ব্যাংকের ১০টি ভিসা কার্ড উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাগলনাইয়া উপজেলা থেকে মো. সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


ফেনী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া এলাকার মঞ্জু মেম্বার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, একটি মানিব্যাগ, নগদ ১ হাজার টাকা, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংকের দুটি কার্ড, দুবাইয়ের ফার্স্ট আবুধাবী ব্যাংকের একটি ভিসা কার্ড, কমার্শিয়াল ব্যাংক অব দুবাইয়ের একটি ভিসা কার্ড এবং সংযুক্ত আরব আমিরাতের একটি রেসিডেন্ট আইডি কার্ড।

চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে মো. সেলিমকে (পিতা- মো. মোস্তফা, মাতা- বিবি মর্জিনা বেগম) গ্রেফতার করেছে পুলিশ। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে মো. সাব্বির ইবনে খোরশেদের ঘর থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও প্রয়োজনীয় কার্ডগুলো চুরি হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড়ভাবে পর্যালোচনা করে। ফুটেজে আসামির গতিবিধি শনাক্ত করার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় সেলিমের অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে সে মাটির নিচে মালামাল লুকিয়ে রাখার কথা স্বীকার করে।

ফেনী মডেল থানার পুলিশ জানায়, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...