বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে সরকারি জমি থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন জানায়, আইরমারি এলাকার এই বিশাল ভূখণ্ডটি দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী মহলের অবৈধ দখলে ছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও জমিটি ছেড়ে না দেওয়ায় আজ বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তির দখল বুঝে নেওয়া হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী সহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত তদারকির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা জানান, “সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভোগদখলে রাখার সুযোগ নেই। অবৈধ দখলদারদের কাছ থেকে খাস জমি উদ্ধারে আমাদের এই অনমনীয় অবস্থান ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
দীর্ঘদিন পর ৬৬ একর জমি উদ্ধার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, এই বিশাল জমি উদ্ধার হওয়ার ফলে ভবিষ্যতে এখানে জনহিতকর বা সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা অনেক সহজ হবে। সরকারি সম্পদ এভাবে উদ্ধার হওয়াকে প্রশাসনের বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...