বিজ্ঞাপন
গত সোমবার (২৬ জানুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “অনেকে মনে করছে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে নেই বলে একাত্তরকে মুছে দেওয়া যাবে। আমি স্পষ্ট করে বলতে চাই—একাত্তর না থাকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকবেন না, বিএনপির রাজনীতি থাকবে না। ঠিক তেমনি একাত্তর না থাকলে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের রাজনীতিও থাকবে না। তাই আমাদের একাত্তরকে সমুন্নত রাখতে হবে।”
বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভা শেষে এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা গ্রামে ‘জয় হরি সেবাশ্রমে’ সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, “আমি সুখে-দুখে আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকতে চাই। আমাকে একটি বারের জন্য মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা আমাকে নির্বাচিত করলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির শ্রেষ্ঠ আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।”
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময় পর কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় ধানের শীষের প্রার্থীর এমন সরব উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জিলানী তাঁর বক্তব্যে বারবার জাতীয় ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...