বিজ্ঞাপন
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ফেনী সদর থানার মামলা নম্বর-৫৩ (তারিখ: ২৭ জুলাই ২০২৫), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)/৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রাব্বি হোসেন নোয়াখালীর চাটখিল এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ০৩ নম্বর পরকোট ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই মামলার প্রধান আসামি মো. রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আলীপুর গ্রামের জাফর আহম্মেদের ছেলে বলে জানা গেছে।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
র্যাব জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...