বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার একটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে টুঙ্গিপাড়া উপজেলার একটি প্রধান সড়কের চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল যৌথবাহিনী। এ সময় একটি যাত্রীবাহী বাসে জনৈক যাত্রীর ব্যাগে সন্দেহজনক বস্তু দেখা গেলে সেটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত যাত্রী প্রাথমিকভাবে উদ্ধারকৃত গাঁজার মালিকানা অস্বীকার করেন। তবে ওই ব্যাগের ভেতর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও চার্জার পাওয়া গেলে তিনি আর অস্বীকার করতে পারেননি। অকাট্য প্রমাণের মুখে তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় যৌথবাহিনী তাঁকে তাৎক্ষণিক আটক করে।
আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরো বিষয়টি পর্যালোচনা করে ওই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে আর্থিক জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাঁদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...