Logo Logo

মাদক ব্যবসায়ী ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


Splash Image

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসার মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প ও কালিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিজ্ঞাপন


অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, গাঁজার কল্কি, দিয়াশলাই এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অনলাইন প্রতারক চক্রের একজন এবং মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ এবং মৃত জাহিদ ভূঁইয়ার ছেলে হায়দার ভূঁইয়া।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে অনলাইন প্রতারকেরা নানা লোভনীয় অফারের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে নিঃস্ব করছে। প্রতিদিন দেশের বিভিন্ন থানায় অনলাইন প্রতারণার অভিযোগে মামলা হচ্ছে। একইভাবে মাদকাসক্তির কারণে যুব সমাজ ধ্বংসের মুখে। এই দুটি গুরুতর বিষয়কে গুরুত্ব দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে রাতব্যাপী অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের কালিয়া থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, "কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...