বিজ্ঞাপন
কমিশনের জনসংযোগ দপ্তর রোববার (১৫ জুন) এক সংবাদবার্তায় জানিয়েছে, ওইদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনা চলবে ১৯ জুন পর্যন্ত।
জানা গেছে, এই সংলাপে মূলত সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) গঠনের সম্ভাবনা এবং প্রধান বিচারপতি নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে ৩ জুন দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে। সেই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, এবারের বৈঠকগুলোতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি খসড়া সংস্কার প্রস্তাব তৈরি করা হবে, যা পরে জনসম্মুখে উন্মুক্ত করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত করা হতে পারে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...