Logo Logo
রাজনীতি

সর্বনিম্ন ১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী: আবুল কালাম আজাদ


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারিক হত্যার মাধ্যমে এ দেশের শীর্ষ ৫ আলেমকে শহীদ করেছে।


বিজ্ঞাপন


আমরা কোনো প্রতিশোধে যাব না, আমাদের প্রতিশোধ হবে বাংলার বুকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে।”

তিনি বলেন, “ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রায় ২০০০ ছাত্র ও জনতা শহীদ হয়েছেন। এখন থেকে আর কোনো ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও রক্ত দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায়ের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করবে এবং সর্বনিম্ন ১৫১টি আসন নিয়ে সরকার গঠন করবে। সেইসাথে ইসলামের পতাকা উত্তোলন করে দেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করা হবে।”

তিনি আরও বলেন, “জামায়াত সরকার গঠন করলে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও ছিনতাই থাকবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সৎ নেতৃত্বকে বেছে নিতে হবে।” রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উল্লেখ করে বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি প্রদান করতে হবে।” এ বাণী বাস্তবায়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।

এ কথা তিনি বলেন মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মুন্সী মিজানুর রহমান, জামায়াত নেতা কাজী তামজিদ আলম, মাওলানা আমিনুল ইসলাম, শেখ মাওলানা কামাল হোসেন, প্রভাষক আব্দুল মমিন সানা, মাওলানা আব্দুল খালেক, মো. আব্দুর রহিম, মাওলানা আব্দুল হান্নান ও মোহাম্মদ আছাবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছার কাসিমনগর বাজার, কপিলমুনি বাজার, হরিঢালী, গদাইপুর, পৌরসভা, ষোলাদানা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম