ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হয় এই আলোচনা। জামায়াতের পক্ষ থেকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এই দিনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এবং জেলা সমন্বয় কাউন্সিল সংক্রান্ত বিষয়াদি।
এদিন সকাল সাড়ে ১০টা থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন।
উল্লেখযোগ্য যে, আলোচনার প্রথম দিনে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে দ্বিতীয় দিনেই দলের দুই শীর্ষ নেতার অংশগ্রহণ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।