Logo Logo
রাজনীতি

আলোচনা সফল হলে জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন


Splash Image

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ছবি: সংগৃহীত

ইসলামী দলগুলোর মধ্যে বৃহৎ জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শায়খে চরমোনাই। আলোচনা সফল হলে জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


বিজ্ঞাপন


ইসলামী দলগুলোর মধ্যে বৃহৎ রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, "আলোচনা সফল হলে আমরা জোটবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। তবে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ আলোচনা এখনও চলমান। আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি বিশ্লেষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

বুধবার (১৮ জুন) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন শায়খে চরমোনাই।

উপজেলার ডা. এফ আর খান পাইলট ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা আকরাম আলী, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ আখিনুর মিয়া এবং জেলা সদস্য হাফেজ মাওলানা রেজাউল করিম।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান প্রধান অতিথি।

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন