Logo Logo

দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির জন্য প্রিয়নবির ﷺ শেখানো দোয়া


Splash Image

জীবনের নানা টানাপোড়েনে মানুষ কখনো পড়ে দুশ্চিন্তায়, কখনো হতাশায়। অনেক সময় ঋণের চাপ বা মানুষের নিপীড়ন এতটাই ভারী হয়ে ওঠে যে মন ও মস্তিষ্ক অবসন্ন হয়ে পড়ে।


বিজ্ঞাপন


অথচ আমাদের প্রিয়নবি মুহাম্মদ ﷺ এমন এক দোয়া শিখিয়ে গেছেন, যা এসব সংকটময় মুহূর্তে হতে পারে আত্মার আশ্রয়, হৃদয়ের প্রশান্তি।

যে দোয়াটি প্রিয়নবি ﷺ নিজে পড়তেন

একবার রাসুলুল্লাহ ﷺ এক চিন্তিত সাহাবিকে জিজ্ঞাসা করলেন,

“তুমি কি এমন একটি দোয়া শিখতে চাও, যা তোমার দুশ্চিন্তা দূর করবে এবং ঋণ থেকে মুক্তি দেবে?”

সাহাবি বললেন, “জি, হে আল্লাহর রাসুল।”

তখন নবিজি ﷺ তাকে নিচের দোয়াটি শিখিয়ে দেন—

আরবি দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আঊজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আঊজু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আঊজু বিকা মিনাল জুবনি ওয়াল বুকলি, ওয়া আঊজু বিকা মিন গালাবাতিদ দায়নি ওয়া কাহরির রিজাল।

বাংলা অর্থ:

“হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, এবং ঋণের বোঝা ও মানুষের দমন-পীড়ন থেকে।”

এই দোয়ার ফজিলত

মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাস করে

অলসতা ও ব্যর্থতা থেকে রক্ষা করে

ঋণের বোঝা হালকা হয়

মানুষের দ্বারা কষ্ট বা নির্যাতন থেকে মুক্তি মেলে

কখন পড়বেন এই দোয়া?

প্রতিদিন সকাল ও সন্ধ্যায়

পাঁচ ওয়াক্ত নামাজের পর

যখনই আপনি হতাশা, দুশ্চিন্তা বা ঋণে ডুবে থাকেন

হাদিস সূত্র:

সহিহ বুখারি: হাদিস ২৮৯৩

সহিহ মুসলিম: হাদিস ২৭০৬

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...