Logo Logo
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আন্দ্রে রাসেল


Splash Image

ছবি: সংগৃহীত।।

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ২৩ জুলাই সাবিনা পার্কে হবে তার সম্ভাব্য শেষ ম্যাচ।


বিজ্ঞাপন


ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলার পর বিদায় বলবেন এই ক্যারিবিয়ান তারকা। আগামী ২৩ জুলাই জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে রাসেলের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিষয়টি বুধবার (১৬ জুলাই) নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

অবসর প্রসঙ্গে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন রাসেল। তিনি বলেন, ‘বলে বোঝানো যাবে না, এটা আমার কাছে কী অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। যখন আমি ছোট ছিলাম, তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি।’

২০১৯ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলছিলেন রাসেল। ওই বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলেছিলেন তার শেষ ওয়ানডে ম্যাচ। আর একমাত্র টেস্ট খেলেছিলেন ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে। দীর্ঘ ক্যারিয়ারে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬৩.০৮ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৭৮ রান, পাশাপাশি শিকার করেছেন ৬১টি উইকেট।

উল্লেখ্য, ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন আন্দ্রে রাসেল। দুই বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারের বিদায়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক যুগের সমাপ্তি ঘটছে।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম