বিজ্ঞাপন
অভিযোগে উল্লেখ রয়েছে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল সহ আরও তিন জন। ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজাপুর থানায় মামলা (জিডি) করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজাপুর উপজেলা সদরের আব্বাছ উদ্দীন হাওলাদার ও তার স্বজনদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা দায়েরও হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসিল্যান্ড অফিস থেকে জরিপ কারীরা জমি পরিমাপ শেষ করে ফিরে আসার পর স্থানীয় সাংবাদিকসহ চার-তিনজন সেখানে এসে ঘটনা ভিডিও ধারণ করতে শুরু করেন।
এ সময় আব্বাছ উদ্দীন ও পরিচিত স্বজনদের সাথে বাকবিতণ্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে অভিযুক্তসহ তাদের অনুসারীরা আব্বাছ উদ্দীনকে কিল, ঘুষি ও লাথি মারে। এছাড়াও ভাইবোন হাসি বেগম ও আরও কয়েকজন তাদের উদ্ধার করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের শরীরে নীল-জমাটিকে আঘাত ও জখমের চিহ্ন দেখা যায়। আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করলে প্রতিবেশীরা চরম উত্তেজনা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
রাজাপুর থানায় ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মুজিবুর রহমান বলেন, “এই ঘটনায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশের ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিগত দিনে জমি-সংক্রান্ত বিরোধ ও আদালত-মুকদ্দমা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়ে শান্তি ফিরিয়ে আনবেন।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি