Logo Logo
আবহাওয়া

বৃষ্টি থামবে কবে? জানালো আবহাওয়া অফিস


Splash Image

গত ১৬ জুন থেকে টানা বৃষ্টিতে ভিজছে সারা দেশ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আগামী ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে মৌসুমি বায়ু এখন দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থানে রয়েছে।

তিনি বলেন, "বর্তমানে দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে এবং সারাদেশেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও অতিভারী বর্ষণ হচ্ছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কিছুটা বাড়তে পারে।"

আবহাওয়া অফিস আরও জানায়, ২৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমলেও বর্ষা মৌসুমে বৃষ্টি একেবারে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

আজ বৃহস্পতিবার দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে—২৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে—১৫১ মিলিমিটার।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা