Logo Logo

বালিয়াডাঙ্গী উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন


Splash Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার পর বালিয়াডাঙ্গীতে একটি পাবলিক লাইব্রেরি স্থাপনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। এতে বক্তারা লাইব্রেরি নির্মাণের প্রয়োজনীয়তা, এর সামাজিক ও শিক্ষাগত গুরুত্ব এবং স্থানীয় জনগণের উপকারিতা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, লাইব্রেরিটি আগামী প্রজন্মের জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...