বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, এতে এ বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে—সংখ্যা ৮৬। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন, দক্ষিণ সিটিতে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ২ জন এবং খুলনায় ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারা দেশে শনাক্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। এ অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরের মোট আক্রান্তের ৪৬ দশমিক ৩৪ শতাংশ।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি থাকা ১১১ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৬ হাজার ২১৪ জন।
ডেঙ্গু পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে, যা আগামী দিনগুলোতে আরও উদ্বেগ বাড়াতে পারে। স্বাস্থ্যসচেতনতা এবং দ্রুত চিকিৎসাসেবার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।