Logo Logo
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


Splash Image

ছবি : সংগৃহীত।

ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণীও।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’-তে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সাক্ষাতকালে উভয়পক্ষ একে অপরকে শুভেচ্ছা জানান এবং সাধারণ সৌজন্যমূলক কথাবার্তা বিনিময় করেন।

সাক্ষাৎকালে খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাষ্ট্রদূত ট্রোসটার ও তার সহধর্মিণী কিছু সময় ‘ফিরোজা’-তে অবস্থান করেন এবং এ সময় রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, আখিম ট্রোসটার ২০২১ সালে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিদায়কালীন আনুষ্ঠানিকতা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ