ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ জুন) দলটির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
প্রেস ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, “এনসিপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। নারী কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁদের সম্মানহানি করা হচ্ছে। এই অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এনসিপি সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, “দেশবাসীকে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার থেকে সতর্ক থাকতে হবে। এটি শুধু এনসিপির নারী নেত্রীদের নয়, বরং সামগ্রিকভাবে নারীর মর্যাদার ওপর আঘাত।”
গণমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আখতার বলেন, “কিছু গণমাধ্যম রাজনৈতিক দলের নারী সদস্যদের নিয়ে মিথ্যাচারমূলক সংবাদ প্রচার করছে। এসব সংবাদের মাধ্যমে নারীদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনার বিরুদ্ধে আমরা প্রেস কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবো।”
আখতার হোসেন জানান, নারীর মর্যাদা রক্ষায় দলটি কোনো আপস করবে না এবং সংশ্লিষ্ট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাবে।