বিজ্ঞাপন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে বেড়া ও গাছ রোপণ করায় টানা ৯ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছেন ৭টি পরিবার। স্থানীয় কালাম শেখ নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেন বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।
অবরুদ্ধ পরিবারগুলোর মধ্যে রয়েছেন—মো. সুলতান শেখ, মজিদ শেখ, নুরুল ইসলাম, ইব্রাহিম শেখ, জামাল শেখ, লেহাজ মাতুব্বর ও দুলাল মাতুব্বর। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। গত ১৪ জুন জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে, যার পরপরই ইন্দুরকানী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়।
স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম শেখ বলেন, “৯ দিন ধরে চলাচলের রাস্তাটি বন্ধ থাকায় মসজিদে নামাজ পড়াতে ও মাদ্রাসায় যেতে পারছি না। দ্রুত এই রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
অবরুদ্ধ বাসিন্দা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “৫০ বছরের পুরনো চলাচলের রাস্তা এটি। সেই রাস্তা তুলে সেখানে কলা ও সুপারি গাছ লাগিয়েছে কামাল শেখ। আমরা এর ন্যায্য বিচার চাই।”
ভুক্তভোগী ভ্যানচালক জামাল শেখ বলেন, “ভ্যান নিয়ে বের হতে পারছি না। পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, কিস্তির টাকা দিতেও পারছি না।”
অভিযুক্ত কামাল শেখ বলেন, “এটা আমার ব্যক্তিগত জমি। মীমাংসা হলে রাস্তা খুলে দেব।”
স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, “বিষয়টি নিয়ে আজ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। মীমাংসা হলে রাস্তা খুলে দেওয়া হবে।”
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা চলছে। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর প্রতিনিধি