Logo Logo
রাজনীতি

আজ বিকেল ৩টায় ৬ প্রতীক নিয়ে ইসিতে যাচ্ছে এনসিপি


Splash Image

ছবি : সংগৃহীত।

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২২ জুন) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল নিবন্ধনের আবেদনপত্র দাখিল করবে।


বিজ্ঞাপন


এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে।”

এর আগে দলটির সাধারণ সভায় নির্বাচনী প্রতীক বিষয়ে আলোচনা হয়। গত শুক্রবার অনুষ্ঠিত সেই সভায় নেতৃবৃন্দের মধ্যে অধিকাংশ সদস্য ‘মুষ্টিবদ্ধ হাত’ প্রতীককে দলীয় প্রতীক হিসেবে চূড়ান্ত করার পক্ষে মত দেন। এনসিপি সূত্র বলছে, ১৯৭১ সালের চেতনা ও ২০২৪ সালের গণআন্দোলনের প্রতীক হিসেবে এই প্রতীক বেছে নেওয়া হয়েছে।

এ বিষয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা আমাদের জেলা-উপজেলা কমিটি, দলীয় অফিস এবং সদস্য ফরম পূরণসহ সব শর্ত পূরণ করেছি। নিবন্ধনের প্রয়োজনীয়তা আমরা পূরণ করতে পেরেছি বলে বিশ্বাস করি।”

তিনি আরও জানান, “নির্বাচনী প্রতীক বিষয়ে আমরা ৫ থেকে ৬টি প্রতীকের তালিকা তৈরি করেছি। আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।”

প্রসঙ্গত, নির্বাচন কমিশন চলতি বছরের ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ২০ এপ্রিল। পরে এনসিপি সময়সীমা বৃদ্ধির আবেদন জানায়। দলটি ১৭ এপ্রিল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে একটি চিঠি দিয়ে ৯০ দিনের সময় বৃদ্ধির অনুরোধ করে। এরপর নির্বাচন কমিশন সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ