Logo Logo
ইসলাম

হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করা যাবে? ইসলাম কী বলে


Splash Image

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন তেলাওয়াত করা ইবাদতের অন্যতম সেরা আমল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন এই কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে।” (সহিহ মুসলিম: ৮০৪)


বিজ্ঞাপন


তবে অনেকেই জানতে চান—রাস্তায় হাঁটার সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি? এর উত্তর হলো, যদি কেউ মনোযোগ ও সম্মানের সঙ্গে কোরআন পাঠ করেন, তাহলে হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই, বরং ইবাদত হিসেবেই গণ্য হবে।

কখন মাকরুহ?

যদি কেউ বেখেয়াল ও অন্যমনস্ক অবস্থায় কোরআন পাঠ করেন, তখন তা মাকরুহ বলে গণ্য হতে পারে। কেননা কোরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর বাণীকে উপলব্ধি ও শ্রদ্ধার সঙ্গে পাঠ করা।

কোরআন বোঝার গুরুত্ব

কোরআন কেবল মুখস্থ পাঠের জন্য নয়, বরং চিন্তাশীল পাঠের জন্য নাজিল করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন—

“আমি তোমার প্রতি এক বরকতময় কিতাব নাজিল করেছি, যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।”

(সুরা সোয়াদ: ২৯)

আরেক আয়াতে তিনি বলেন—

“তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে?”

(সুরা মুহাম্মাদ: ২৪)

অর্থ বুঝে তেলাওয়াতের ফজিলত

যদিও অর্থ না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব মেলে, তবে অর্থ ও মর্ম অনুধাবন করে পাঠ করলে সেই সওয়াব আরও বহুগুণে বৃদ্ধি পায়। কোরআন নিজেই ঘোষণা করেছে—

“আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কেউ কি উপদেশ গ্রহণ করবে?”

(সুরা কামার: ১৭)

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ