Logo Logo
অপরাধ

রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে একটি পাইপগান উদ্ধারসহ মহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত মহিদুল ইসলাম রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা (বালিয়ারচরপাড়া) গ্রামের মৃত যতন আলী মণ্ডলের ছেলে।

সোমবার (২৩ জুন) রাত ৩টার দিকে পাংশা থানা পুলিশ তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

রান্নাঘরের জ্বালানির নিচে ছিল অস্ত্র

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে, তার হেফাজতে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, নিজ বাড়ির রান্নাঘরের জ্বালানির (গোবরের মুঠি) স্তূপের নিচে লুকানো অবস্থায়, একটি বাজারের প্লাস্টিকের ব্যাগে রাখা দেশীয় তৈরি সচল পাইপগানটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে মহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপার ও কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান

এ অভিযানে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার এর তত্ত্বাবধানে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

-স্বপন বিশ্বাস, রাজবাড়ী

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ