Logo Logo

নড়াইলে তিলক্ষেত থেকে অজ্ঞাত কঙ্কাল ও নারীর পোশাক উদ্ধার


Splash Image

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার একটি তিলক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (২৩ জুন) দুপুরে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেন ও তার সঙ্গে থাকা শ্রমিকরা তিল কাটতে গিয়ে জমির মধ্যে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং একটি নারীর সালোয়ার-কামিজ দেখতে পান। এসব মানবদেহাবশেষ জমির বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে বিষয়টি তারা লোহাগড়া থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

লম্বা চুল এবং নারীর পোশাক দেখে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা—কঙ্কালটি কোনো নারীর হতে পারে। তবে মরদেহটি কতদিন আগে সেখানে ফেলে রাখা হয়েছে, বা কে বা কারা এই কাজ করেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমরা মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে এটি একজন নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...