বিজ্ঞাপন
এর মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১২৬ জন। একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগের বাসিন্দা এবং অপরজন রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার।
নতুন ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশালে ১২৬ জন, চট্টগ্রামে ৮০ জন, ঢাকার বাইরের বিভাগীয় এলাকায় ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনায় ২৫ জন, রাজশাহীতে ৪১ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬০ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৭ হাজার ৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ। ওই বছর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর তার আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯।
ডেঙ্গুর এমন পুনরাবৃত্তি ও ক্রমবর্ধমান ভয়াবহতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তিত করছে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রমে গতি আনা এবং নগরপরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।