বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গত রোববার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
সদর উপজেলার মো. হাসান (৩২), আমজাদ হোসেন (৩০),
বেগমগঞ্জের আবুল কালাম (৩৫), মো. হেলাল হোসেন (৩২), মো. মনির হোসেন (৩৫), মো. ইয়াছিন (৩১), মো. গিয়াস (২৯), মো. স্বপন (২৫),
লক্ষ্মীপুরের মিহির শাহা (৪৫), মো. সজিব (২৪),
এবং চাঁদপুরের মো. পারভেজ (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনব্যাপী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এবং বেগমগঞ্জ উপজেলার আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ৪ লিটার চোলাই মদসহ ১১ জনকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ৭ দিন করে এবং ৭ জনকে ৩ দিন করে কারাদণ্ড এবং মোট ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনায় আনসার ব্যাটালিয়নের একটি দল সহায়তা করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।