Logo Logo

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, শুধু কয়েক মাস পিছিয়েছে: পেন্টাগন


Splash Image

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানাল পেন্টাগন। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ইউরেনিয়াম মজুদের কোনো ক্ষতি হয়নি।


বিজ্ঞাপন


ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, বরং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কার্যক্রম সাময়িকভাবে মাত্র কয়েক মাস পিছিয়েছে—এমন তথ্য জানাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমানের মাধ্যমে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ‘অত্যন্ত সফল’ভাবে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে।

তবে মাত্র তিনদিন পর পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) তাদের প্রাথমিক মূল্যায়নে জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু পরিকাঠামোর কিছু ক্ষতি হয়েছে, যা ইরান দ্রুত পুনরুদ্ধার করতে পারবে।

এই প্রতিবেদনের তথ্য সিবিএস নিউজকেও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইউনিটের সদস্যরা। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, হামলার পর ট্রাম্প যে ‘সম্পূর্ণ ধ্বংস’-এর দাবি করেছিলেন, তা বাস্তবে সত্য নয়।

হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রকে ‘ভয়ঙ্কর পরিণতির’ হুঁশিয়ারি দেন। এরই প্রেক্ষিতে সোমবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।

ঘটনার মাত্র একদিন পর, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরবর্তীতে দুই দেশের পক্ষ থেকেই সেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

-এমএসকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...