বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চারতলা ওই ভবনে আগুন লাগে। প্রায় ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও তদন্তাধীন।
শানটোউয়ের এই দুর্ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন হংকংয়ে কয়েক দিন আগে ঘটে যাওয়া এক প্রাণঘাতী অগ্নিকাণ্ডে নিহতদের সংখ্যা বেড়ে ১৬০-এ পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
হংকংয়ে অগ্নিকাণ্ডের পর চীনের শীর্ষ নেতৃত্ব আবাসন খাতে নিরাপত্তাজনিত ঝুঁকি দূর করার নির্দেশ দিয়েছে। বেইজিং দেশজুড়ে বহুতল ভবনের অগ্নিনিরাপত্তা মান যাচাই করার জন্য কড়া নির্দেশনা জারি করেছে, যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
চীনে চলতি বছরের মধ্যে এ ধরনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এপ্রিলে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে আগুনে ২০ জনের মৃত্যু ঘটে। কয়েক সপ্তাহ পর উত্তরপূর্ব চীনের একটি রেস্তোরাঁয় আগুন লাগায় ২২ জনের প্রাণহানি ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের দ্রুত নগরায়ন ও পুরনো অবকাঠামোর কারণে আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। শানটোউ ও হংকংয়ের দুর্ঘটনাগুলো এই বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...