Logo Logo
বিশ্ব

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত অন্তত ২০


Splash Image

ছবি : সংগৃহীত।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির গুয়ানাহুয়াতো প্রদেশের ইরাপুয়াতো শহরে স্থানীয় সময় বুধবার ভোররাতে ঘটে যাওয়া এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, বার্তাসংস্থা এপির বরাতে বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে জানায়, ইরাপুয়াতো শহরে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষ্যে আয়োজিত উৎসবে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে অংশ নিচ্ছিলেন। উৎসবের মাঝেই হঠাৎ করে একাধিক বন্দুকধারী অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে।

হামলার ফলে মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ চারদিকে ছুটোছুটি শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, উৎসবের আনন্দ মুহূর্তে ভেঙে পড়ে করুণ চিৎকার ও বিশৃঙ্খলায়।

ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রথমে নিহতের সংখ্যা ৯ জন হিসেবে জানা গেলেও পরবর্তীতে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়।” আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

প্রসঙ্গত, মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশ দীর্ঘদিন ধরে সহিংসতা ও অপরাধপ্রবণতার জন্য berোচিত। বিভিন্ন অপরাধী চক্র ও মাদক কার্টেল এই অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সহিংস সংঘাতে জড়িত। গত মাসেও এই প্রদেশের সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজনে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই গুয়ানাহুয়াতোতে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—যা মেক্সিকোর অন্যান্য রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অপরাধী চক্র ও দুর্বল আইনশৃঙ্খলা ব্যবস্থার কারণে এই ধরনের সহিংসতা এখানে ভয়াবহ রূপ নিচ্ছে।

এই হামলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সাধারণ মানুষ যেন প্রতিনিয়তই জীবন হাতে নিয়ে বেঁচে থাকছেন। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও জোরালো ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ