Logo Logo
অপরাধ

মাদকসহ পিতা-পুত্র আটক


Splash Image

নেত্রকোনার মদন পৌরসভার দেওয়ান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিতা-পুত্রকে মাদকসহ হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বুধবার (২৫ জুন) রাতে মদন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গৌরঙ্গ চন্দ্র পালের ছেলে টিংকু চন্দ্র পাল (৫০) ও তার ছেলে হৃদয় চন্দ্র পাল (২৫) কে নিজ দোকান থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে টিংকু পাল ও তার ছেলে হৃদয় চন্দ্র পাল গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত ছিলেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার অভিযোগ ওঠে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের দোকান থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং আটককৃতদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-মুহা. জহিরুল ইসলাম অসীম

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ