ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে ২২ জুন, রবিবার সন্ধ্যায়। এলাকা ছিল বেঙ্গালুরুর সাম্পিগেহল্লি থানার অন্তর্গত। ভুক্তভোগীদের নাম জমির ও ওয়াসিম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয়জন উগ্র হিন্দুত্ববাদী যুবক এজেবিজে মাঠের কাছে জমির ও ওয়াসিমকে লক্ষ্য করে আক্রমণ চালায়। হামলার সময় লাঠি দিয়ে মারধর করা হয় এবং ধর্মীয় স্লোগান দিতে জোর করা হয়।
জমির জানান, “যখন ব্যথায় ‘আল্লাহ’ বললাম, তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আমাকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে।”
জমির কোনোভাবে পালিয়ে গেলেও ওয়াসিমকে আটক রেখে হামলাকারীরা নির্যাতন চালাতে থাকে।
বেঙ্গালুরু পুলিশ জানায়, ঘটনার বিষয়ে একটি মামলা রুজু হয়েছে এবং তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
স্থানীয় মুসলিম সমাজ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত বিচার দাবি করেছে।
তথ্যসূত্র: মুসলিম মিরর, এমএসকে