Logo Logo
অপরাধ

ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধর, বিএনপি সভাপতি!


Splash Image

টাইলস ক্রেতা-বিক্রেতা নিয়ে শুনানির সময় ঘটে হামলার ঘটনা, যৌথবাহিনীর হস্তক্ষেপে ৬ জন আটক রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার এই ঘটনা ঘটে রাজবাড়ী শহরে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে।

ঘটনার সূত্রপাত হয় পাংশার এক টাইলস বিক্রেতা ও ভোক্তার মধ্যে অভিযোগ শুনানিকে কেন্দ্র করে। ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তার অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে অফিসে ডাকা হয়। অভিযোগকারী একা এলেও বিক্রেতার সঙ্গে বেশ কিছু লোক হাজির হন।

শুনানি চলাকালে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টাইলস বিক্রেতার পক্ষের লোকজন অভিযোগকারীকে মারধর শুরু করলে কর্মকর্তারা বাধা দেন। এতে উত্তেজিত হয়ে তারা অধিদফতরের কর্মকর্তার ওপরও হামলা চালান। হট্টগোলের খবর পেয়ে নিচে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মীরা ছুটে আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

পরে হামলাকারীদের একটি কক্ষে আটকে রেখে যৌথবাহিনীকে খবর দেওয়া হয়। যৌথবাহিনী এসে ছয়জনকে আটক করে। পরে ভোক্তা অধিকার অধিদফতরের পক্ষ থেকে উপ-পরিচালক কাজী রকিবুল হাসান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আটক ব্যক্তিদের তালিকায় পাংশা বিএনপি সভাপতি

আটকদের মধ্যে রয়েছেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, রুহুল আমিন (পিতা: রিয়াজ উদ্দিন, গ্রাম: নারায়নপুর), বাচ্চু বিশ্বাস (পিতা: বদর উদ্দিন), মামুন শিকদার (পিতা: রওশন আলী শিকদার), ফরিদ হোসেন (পিতা: আব্দুর রাজ্জাক) ও শিশির করিম (পিতা: রেজাউল করিম পিন্টু)।

তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। রাজবাড়ী থানার ওসি মুহাম্মদ মাহমুদুর রহমান জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দলীয় পদ থেকে অব্যাহতি

ঘটনার পরপরই জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু জানান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় এটি জরুরি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ