Logo Logo
বিশ্ব

পাকিস্তানের গোলায় জম্মুতে ৫ জন নিহত : ভারত


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার ভোরে জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় পাকিস্তানের ভারী গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিসি) ড. রাজ কুমার থাপা (৫৫)। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, একটি বিস্ফোরকশক্তিসম্পন্ন গোলা সরাসরি আঘাত হানে সরকারি এক বাসভবনে, যেখানে ড. থাপা এবং তাঁর দুই সহকর্মী অবস্থান করছিলেন। তারা তিনজনই গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ড. থাপার মৃত্যু হয়। তাঁর দুই সহকর্মীর অবস্থাও সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

এই ভয়াবহ হামলার পর জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (পূর্বে টুইটার) এ শোকবার্তায় লেখেন, “মাত্র আগের দিন থাপা উপমুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। আমি পরিচালিত অনলাইন বৈঠকেও তিনি অংশ নিয়েছিলেন। আজ তাঁর সরকারি বাসভবনে সরাসরি গোলা আঘাত হানায় তিনি শহীদ হয়েছেন। আমি বাকরুদ্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

ঘটনার পর মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। গুজব ছড়াবেন না এবং যাচাই না করে কিছু শেয়ার করবেন না। আমরা একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করব।”

সরকারি রেকর্ড অনুযায়ী, রাজ কুমার থাপা ১৯৮৯ সালে জম্মু সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি প্রশাসনিক দায়িত্বে যুক্ত হন এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তান দ্বিতীয় রাতের মতো ড্রোন হামলা চালিয়েছে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে। ওই হামলার পরই শনিবার সকালে পাকিস্তান সেনাবাহিনী গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় পক্ষ পাল্টা প্রতিরোধে সক্ষম হলেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শ্রীনগরে ক্ষেপণাস্ত্র হামলায়ও বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদ্বেগ বাড়াচ্ছে এই সংঘাত, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ