Logo Logo
রাজনীতি
পীর সাহেব চরমোনাই

ইসলামপন্থীদের ঐক্য হলে রাষ্ট্রক্ষমতা আমাদের হাতেই আসবে


Splash Image

ছবি: সংগৃহীত

ইসলামী আদর্শে বিশ্বাসী দলগুলোর বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম


বিজ্ঞাপন


তিনি বলেছেন, “যদি ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক শক্তিগুলো একত্রিত হতে পারে, তাহলে আগামী দিনে রাষ্ট্রক্ষমতা ইসলামপন্থীদের হাতেই আসবে, ইনশাআল্লাহ।”

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “পেছনের ব্যর্থতার অন্যতম কারণ ছিল সঠিক নেতৃত্ব ও নীতির অভাব। এবার সেই ভুল আর করতে চাই না। ৫৪ বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি, একটি ঐক্যবদ্ধ ইসলামপন্থী জোটই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে।”

তিনি আরও বলেন, “আমি সবসময়ই ‘একবাক্স নীতি’র পক্ষে। শুধু ইসলামপন্থী নয়, বরং যারা দেশকে ভালোবাসে, সৎ রাজনীতি চায়—তাদের সবাইকে একত্রে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই। এই ঐক্য গড়ে উঠলে আমরা হবো দেশের প্রধান রাজনৈতিক শক্তি।”

সংস্কার, গণভোট ও নতুন রাজনৈতিক বাস্তবতা

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশন এখন দ্বিতীয় ধাপে আলোচনা করছে। কিন্তু মৌলিক সংস্কারে কেউ কেউ দ্বিমুখিতা দেখাচ্ছে। সংস্কার না হলে গণভোট দিতে হবে।”

তিনি অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “জনগণের ভোটের অনুপাতে প্রতিনিধি নির্বাচিত হতে হবে। বিএনপিকেও এই পদ্ধতিতে আসার আহ্বান জানাই।”

পতিত সরকারের সমালোচনা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি

চরমোনাই পীর সরাসরি সাবেক ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেন, “তারা ফ্যাসিবাদ চালিয়েছে, খুন-গুমের সংস্কৃতি চালু করেছিল। যারা অপরাধে যুক্ত, তাদের বিচার করতেই হবে। আমরা দুর্নীতি, দখল, চাঁদাবাজি ও খুনের রাজনীতিকে বিদায় দিতে চাই।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “ইসলামী দল সরকারে এলে কারো কাছ থেকে চাঁদা নেয়া হবে না। সবাই নিরাপদে ধর্ম পালন করতে পারবে—মসজিদ থাকবে, মন্দিরও থাকবে।”

তরুণদের প্রতি আহ্বান ও ভবিষ্যৎ পরিকল্পনা

সমাবেশে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আগামী বাংলাদেশ তোমাদের হাতেই। তোমাদের প্রথম ভোট হোক সত্য ও কল্যাণের পক্ষে। ইসলামি আন্দোলনই সেই বিকল্প শক্তি যারা দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।”

তিনি বলেন, “মানুষের নিরাপত্তা, চিন্তার স্বাধীনতা এবং উন্নত জীবনমান নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। উলামায়ে কেরামদের জন্য রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান নিশ্চিত করাও আমাদের দায়িত্ব হবে।”

-এমএসকে

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ