Logo Logo

বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ১৪ ভরি সোনা ও নগদ টাকা লুট, গ্রেফতার ৬


Splash Image

ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় চোরদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


থানা সূত্রে জানা যায়, গত ৩১ মে ভোরে ফেনীর এক বাসায় চুরি সংঘটিত হয়। চোরের দল জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরে ঘুমন্ত মেয়ের গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে আলমিরা থেকে ১,৫০,০০০ টাকা এবং ১৪ ভরি ৫ আনা স্বর্ণালংকার লুট করে। ভুক্তভোগীর মেয়ে চিৎকার করতে চাইলে শিশুসন্তানকে কুপিয়ে হত্যার হুমকি দেয় তারা।

এই ঘটনায় ভুক্তভোগী দিলরুবা আক্তার ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. হাবিব উদ্দিন ও সঙ্গীয় ফোর্স ছাগলনাইয়া ও ফেনী সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৬ জন চোরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন: মেহেদী হাসান (১৯),হৃদয় ওরফে সুন্দরী (১৬),আল আমিন (১৫),মো. শাহীন (১৬), মো. সুমন (৩৩), মোসা. নাজমা বেগম (৪২)।

তাদের বাড়ি ফেনী ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, আসামি সুমনের নিকট থেকে চুরি হওয়া নগদ ৫,০০০ টাকা এবং আসামি হৃদয়ের ঘর থেকে মোসা. নাজমার হেফাজতে পাওয়া গেছে ৫৬,০০০ টাকা ও ১১.৮৯ গ্রাম ওজনের একটি চেইন ও একজোড়া কানের দুল, যার বাজারমূল্য আনুমানিক ১,২৮,৫০০ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলায় যথাযথ পুলিশি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

- মশিউদ্দৌলা রুবেল, ফেনী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...