Logo Logo
রাজনীতি

খুঁটির জোর যাই হোক, ছাড় নয়—কুমিল্লা ধর্ষণকাণ্ডে জামায়াত আমিরের হুঁশিয়ারি


Splash Image

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “খুঁটির জোর যতই থাকুক না কেন, অপরাধীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।”

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি লিখেছেন, “একজন নারীর ওপর এমন পাশবিক নির্যাতন শুধু দুঃখজনক নয়, এটি সমাজের জন্য চরম লজ্জার। এ ধরনের অপরাধকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি অপরাধীর ‘খুঁটির জোর’ বিচারকে প্রভাবিত করে, তাহলে সমাজ দ্রুতই ন্যায়বিচারহীন এক বন্য পরিবেশে পরিণত হবে।”

প্রসঙ্গত, ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এক নারীকে তার ঘরে ঢুকে গলায় ছুরি ধরে ধর্ষণ করা হয়। এ ঘটনার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে নিন্দার ঝড় তোলে।

এরই মধ্যে প্রধান অভিযুক্ত ফজর আলী (৩৮)–কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও তিনজনকে আগেই গ্রেফতার করা হয়েছে।

-এমএসকে

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ