Logo Logo
রাজনীতি

রিকশা প্রতীকেই লড়বে খেলাফত মজলিস, নির্বাচনী প্রস্তুতির ঘোষণা মামুনুল হকের


Splash Image

বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই ইসলামী শক্তির ঐক্যে বিশ্বাসী দল এবং আসন্ন জাতীয় নির্বাচনেও ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের পক্ষে থাকবে—এমন মন্তব্য করেছেন দলটির আমির মাওলানা মামুনুল হক।


বিজ্ঞাপন


রোববার (২৯ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আসন্ন নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “প্রয়োজন হলে দেশের সব আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে কোনো বৃহত্তর ইসলামী জোট গঠন বা নির্বাচনি সমঝোতার মাধ্যমে যদি ইসলাম ও দেশের স্বার্থ আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব হয়, সেটিও আমরা বিবেচনায় রেখেছি।”

তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি—নির্বাচনের আগে এখনো অমীমাংসিত বিষয়গুলোর স্পষ্ট সমাধান দিতে হবে। আমরা আংশিক পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির বাস্তবায়নের প্রস্তাব দিয়েছি। এমন একটি নির্বাচনী ব্যবস্থা চাই, যেখানে কেবল এক বা দুটি দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়।”

নির্বাচন পদ্ধতি ও ইসলামী ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থা কোন পদ্ধতির আওতায় পরিচালিত হবে, তাতে পিআর পদ্ধতি কতটা থাকবে, তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান ঠিক করতে পারছি না। তবে খেলাফত মজলিস সবসময়ই ইসলামী শক্তির ঐক্যের পক্ষে রয়েছে।”

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক ঐকমত্য ছাড়া স্থানীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত নয়। নির্বাচন কমিশনকে সব দলের মতামত নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”

দলের মূল আদর্শের বিষয়ে মামুনুল হক বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য হচ্ছে—আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন ও খেলাফত প্রতিষ্ঠা। আওয়ামী রেজিমের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য অপরিহার্য। আমরা মনে করি, ফ্যাসিস্ট পুনর্বাসনের বিরুদ্ধে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।”

এ সময় দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “আমাদের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। অনেক আসনে একাধিক প্রার্থী রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে ৩০০ আসনের জন্য তালিকা চূড়ান্ত করা হবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

-এমএসকে

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ