Logo Logo
অপরাধ

নির্বাচিত চেয়ারম্যান আতঙ্কে, ইউপি অফিসে তালা বিএনপি নেতার!


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে গত আটদিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ রয়েছে।


বিজ্ঞাপন


এতে করে ইউনিয়নের হাজারো মানুষ জরুরি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানায় গত ২২ জুন এলাকায় অস্ত্রশস্ত্রসহ মহড়া দেন তিনি ও তার সহযোগীরা। পরদিন ২৩ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। একই সঙ্গে ‘মব সৃষ্টি করে’ চেয়ারম্যানকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর থেকেই চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা আত্মগোপনে চলে যান। তিনি অভিযোগ করে বলেন,

“২০ জুন আমার কাছে প্রকাশ্যে চাঁদা চাওয়া হয়। ২২ তারিখ তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আতঙ্ক সৃষ্টি করে। ২৩ তারিখ তারা পরিষদে তালা ঝুলিয়ে দেয়। আমি এখন প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে। স্থানীয় প্রশাসন, এমনকি বিভাগীয় কমিশনারের কাছেও অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

চেয়ারম্যানের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাঁদা দাবি ও ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার ঘটনায় নাজমুল আহসান নান্টু মল্লিক ছাড়াও তার ভাই ইকবাল মল্লিক, রিপমন মল্লিক, উজ্জল মল্লিক ও জসিম হাওলাদার জড়িত।

স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন,

“চেয়ারম্যান বাবুল মৃধা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতেন। এখন কিছু লোক তাঁর বিরুদ্ধে এমন করছে—আমরা কিছুই বুঝি না। কিন্তু পরিষদ বন্ধ থাকায় আমরা অনেক ভোগান্তিতে আছি।”

৩ নম্বর ওয়ার্ড মেম্বার হারুন খন্দকার বলেন,

“কেন তালা দেওয়া হয়েছে জানি না। তবে পরিষদ কার্যত অচল হয়ে আছে। এ নিয়ে প্রকাশ্যে কথা বলাও এখন ঝুঁকিপূর্ণ।”

সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডের সদস্য আয়শা আক্তার রিনা বলেন,

“বিএনপির লোকজনই পরিষদে তালা দিয়েছে বলে শুনেছি। এতে সাধারণ মানুষের কাজ একেবারে বন্ধ হয়ে গেছে।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক বলেন,

“আমি কোনো চাঁদা চাইনি। বরং চেয়ারম্যান নিজেই জনগণকে অবরুদ্ধ করে রেখেছে। উনি ফ্যাসিস্ট সরকারের লোক, এখানে থাকার অধিকার নেই। আমাকে নিয়ে কোনো টাকার অভিযোগের ভিত্তি নেই—প্রমাণ চাইলে এলাকাবাসী বা প্রশাসনের কাছে যান।”

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন,

“ফ্যাসিস্টদের তাড়াতে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। দপদপিয়া ইউনিয়নের বিষয়টি প্রশাসনিক, প্রশাসনই এর সমাধান করবে বলে আশা করি।”

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান,

“আমি লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে মৌখিকভাবে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, চেয়ারম্যান বাবুল মৃধার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদা দাবির ঘটনার পর ২৩ জুন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। এরপরই তারা ইউনিয়ন পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেয়। উল্লেখযোগ্য যে, চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি এবং নির্বাচিত জনপ্রতিনিধি।

-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ