Logo Logo
রাজনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু


Splash Image

ছবি : সংগৃহীত।

‘জুলাই গণ–অভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আজ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এদিন শুরু হয় পদযাত্রা।

এ উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নেতারা সকালেই বাবনপুর জাফরপাড়ায় উপস্থিত হন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

এরপর দলটি গাইবান্ধার উদ্দেশে রওনা দেয়। সেখানে পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিকেল তিনটায় রংপুর নগরীর পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হলে পৌঁছাবে এনসিপির পদযাত্রা। টাউন হল প্রাঙ্গণে আয়োজিত হবে কেন্দ্রীয় পথসভা।

উল্লেখ্য, এর আগে গত রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এ কর্মসূচির মাধ্যমে এনসিপি ‘জুলাই অভ্যুত্থান’-এর আদর্শ ও সাম্যবাদের বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে চায় বলে দলীয় সূত্রে জানা গেছে।

পদযাত্রার পরবর্তী গন্তব্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এনসিপি সূত্র জানিয়েছে, রংপুরের পর অন্যান্য বিভাগীয় শহরেও ধারাবাহিকভাবে এ কর্মসূচি বিস্তৃত হবে।

আরও পড়ুন

ছাত্রত্ব নেই, অনুমতিও নেই—তবু হাবিপ্রবির হলে রাজনীতি করছেন ছাত্রদল নেতা
ছাত্রত্ব নেই, অনুমতিও নেই—তবু হাবিপ্রবির হলে রাজনীতি করছেন ছাত্রদল নেতা
বিএনপি ক্ষমতায় গেলে আগের মতো লুট করবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় গেলে আগের মতো লুট করবে : ডা. তাহের